দুর্বৃত্তের আগুনে পুড়েছে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্প

শেরপুর পৌরসভার শ্রীরামপুরপাড়ায় আগুনে পুড়ে গেছে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্প। বুধবার বেলা ১১ টায় তোলা ছবি
প্রথম আলো

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিপ্লব দত্তের নির্বাচনী ক্যাম্প পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাতে শহরের শ্রীরামপুরপাড়ায় এ ঘটনা ঘটে।

দুই নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে চারজন প্রার্থী রয়েছেন। পৌরসভার শ্রীরামপুরপাড়ায় পাশাপাশি বিপ্লব দত্ত (টেবিল ল্যাম্প) ও বদরুল ইসলাম পোদ্দারের (উটপাখি) নির্বাচনী ক্যাম্প রয়েছে। গতকাল রাতে বিপ্লব দত্তের নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে অস্থায়ী ক্যাম্পটির কাপড় পুড়ে যায়। খবর পেয়ে আজ বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বিপ্লব দত্ত জানান, গতকাল রাত আটটা পর্যন্ত ওই ক্যাম্পে তাঁর কর্মী-সমর্থকেরা ছিলেন। পরে তাঁরা বাড়ি চলে যান। আজ ভোরে কয়েকজন কর্মী-সমর্থক এসে জানান, ক্যাম্পটি পুড়ে গেছে।

আজ সকালে গিয়ে দেখা যায়, নির্বাচনী ক্যাম্পটিতে বাঁশের খুঁটির সঙ্গে চারপাশে জড়ানো কাপড় পুড়ে গেছে। তবে ওপরের শামিয়ানা অক্ষত রয়েছে। এ ছাড়া ক্যাম্পের ভেতরে টেবিলগুলো ক্ষতি হয়নি।

বিপ্লব দত্ত বলেন, তাঁর প্রতি ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তিনি পুলিশকে জানিয়েছেন। থানায় লিখিত অভিযোগ দেবেন। তবে তিনি সুনির্দিষ্ট করে প্রতিপক্ষের নাম বলেননি।

শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক হারুন অর রশিদ বলেন, বিপ্লব দত্তের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনায় তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে।