দেড় বছর পর ভারত থেকে ফিরলেন চার তরুণী

ভারতে পাচার হওয়া চার তরুণীকে আজ রোববার দেশে ফিরিয়ে আনা হয়েছে। সকালে ভারতের পেট্রাপোল স্থলবন্দরের অভিবাসন পুলিশ যশোরের শার্শার বেনাপোল অভিবাসন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে।

ফেরত আসা চার তরুণী হলেন আসমা আক্তার (২২), সোনিয়া আক্তার (২০), লিজা শেখ (২৩) ও জেসমিন আক্তার (২৪)। তাঁদের বাড়ি যথাক্রমে নড়াইল, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায়।

বেনাপোল অভিবাসন পুলিশ জানায়, এ আর জেড নামের একটি সমাজকল্যাণমূলক সংগঠন সেখান থেকে তাঁদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়কেন্দ্রে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাঁদের ফিরিয়ে আনা হয়।

বেনাপোল অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বলেন, ওই তরুণীদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি বেসরকারি সংস্থা তাঁদের গ্রহণ করবে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।