দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ

আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায় রেকর্ড করেছে। জেলার ওপর দিয়ে এই মুহূর্তে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

জেলার হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণির পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। অর্থাৎ, মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। দিনের বেলায় রোদের দেখা মিললেও সন্ধ্যা নামতেই উত্তর থেকে ধেয়ে আসা হিমেল হাওয়ায় চরম শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে মাঝরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় যানবাহন চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে।

জেলার হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণির পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

এদিকে টানা শৈত্যপ্রবাহের কারণে ১০০ শয্যার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাজিদ হাসান জানান, শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ড, ডায়রিয়া ওয়ার্ড ও শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বেড়ে চলেছে।

এদিকে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ চলছে। জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার জানান, জেলার চারটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে এ পর্যন্ত ২০ হাজার ৭০০টি কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া আরও ৩৫ লাখ টাকার কম্বল ও শীতবস্ত্র কিনে বিতরণের বিষয়টি প্রক্রিয়াধীন।