দোকানে জাতীয় পতাকা উত্তোলন না করায় জরিমানা

ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দোকানে জাতীয় পতাকা উত্তোলন না করায় মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজারে সাতটি দোকানের মালিককে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় ভানুগাছ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি জাতীয় দিবসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হয়। তবে কমলগঞ্জের দোকানগুলোতে জাতীয় পতাকার সম্মানহানি করে ইচ্ছামাফিক জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আবার কোনো কোনো দোকানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। এবার উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর নেতৃত্বে ভানুগাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাত দোকানমালিককে জরিমানা করা হয়েছে। অভিযানে সহায়তা করে কমলগগঞ্জ থানা-পুলিশের একটি দল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী জানান, জাতীয় পতাকা উত্তোলন না করার দায়ে সাতটি দোকানের মালিককে ২০০ টাকা করে মোট ১ হাজার ৪০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।