দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ: কুয়াশায় দুই দফায় দুই ঘণ্টা বন্ধের পর ফেরি চালু

ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকার মহাসড়কে
ছবি: এম রাশেদুল হক

ঘন কুয়াশার কারণে আজ শুক্রবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে দুই দফায় দুই ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর চলাচল শুরু হয়েছে।গরমকালে হঠাৎ করে এমন কুয়াশা পড়ায় দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, আজ ভোর থেকে নদীর অববাহিকায় হঠাৎ করে ঘন কুয়াশা পড়তে থাকে। একপর্যায়ে ঘন কুয়াশায় ছেয়ে যায় চারপাশ। পরে সকাল সাড়ে ৬টা থেকে ফেরি বন্ধ করে দেওয়া হয়। আধঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর সকাল ৭টার দিকে কুয়াশা কম দেখা গেলে ফেরি চলাচল শুরু হয়। আধঘণ্টা চলার পর ঘনকুয়াশার কারণে সাড়ে ৭টার দিকে আবার ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় প্রায় দেড় ঘণ্টা ফেরি বন্ধ থাকে। পরে সকাল ৯টার দিকে পুরোদমে ফেরি চলাচল শুরু হয়েছে। এমন পরিস্থিতি বিপাকে পড়েন নদী পাড়ি দিতে আসা যানবাহনের যাত্রী ও চালকেরা।

শুক্রবার সকালে দৌলতদিয়ায় দেখা যায়, ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী দূরপাল্লার বাসসহ অনেক পণ্যবাহী গাড়ি আটকে আছে। এর মধ্যে অনেক গাড়ি এক দিন আগে ফেরিঘাট থেকে প্রায় ১৯ কিলোমিটার দূর রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় এসে আটকে ছিল।

সাতক্ষীরা থেকে আসা পণ্যবাহী কাভার্ড ভ্যানের চালক মো. ফিরোজ হোসেন বলেন, তিনি ময়মনসিংহের উদ্দেশে বৃহস্পতিবার সকালে রওনা করে দুপুরের দিকে গোয়ালন্দ মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয়। দিন শেষে তাঁদের রাতে ঘাটের উদ্দেশে ছেড়ে দিলে ঘাটে এসে লম্বা লাইনের পেছনে পড়তে হয়। এ রকম বহু গাড়ি লম্বা লাইনে আটকা পড়ে আছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, বেশ কিছুদিন পর শুক্রবার ভোর থেকে হঠাৎ করে ঘন কুয়াশা পড়তে থাকে। বিশেষ করে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকায় ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। একপর্যায়ে কুয়াশা অতিমাত্রায় পড়তে থাকলে ফেরি বন্ধ করে দেওয়া হয়। প্রথম দফায় ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত বন্ধ ফেরি বন্ধ ছিল। এতে উভয় ঘাটে কয়েক শ গাড়ি আটকা পড়ে।