‘দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সরকারের মদদপুষ্ট সিন্ডিকেট রয়েছে’

সরকারি মদদপুষ্ট সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে আজ বুধবার সিলেট মহানগর বিএনপির নেতা-কর্মীরা নগরে প্রচারপত্র বিলি করেন
ছবি: প্রথম আলো

দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সরকারের মদদপুষ্ট সিন্ডিকেট রয়েছে। এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ তৈরি করতে হবে। আজ বুধবার দুপুরে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে বক্তারা এ আহ্বান জানান।

এদিকে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ার প্রতিবাদে জেলা বিএনপিও পৃথক কর্মসূচি করেছে।

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালীর নেতৃত্বে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আজ দুপুরে প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় আবদুল কাইয়ুম জালালী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন আজ বিপর্যস্ত। বিএনপি জনমানুষের দল। তাই দারিদ্র্যের কশাঘাতে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে গণ–আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারের মদদপুষ্ট বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিতে হবে।

কর্মসূচিতে সাবেক সাংসদ শাম্মি আক্তার, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মিফতা সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী, হাবিবুর রহমান, সৈয়দ মিসবাহ উদ্দিন, সুদীপ রঞ্জন সেন, ইমদাদ হোসেন চৌধুরী, রোকসানা বেগম, নজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আজ বেলা একটায় নগরের কোর্ট পয়েন্ট এলাকায় প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, জ্বালানি তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। এর মধ্যে সরকার গণপরিবহনের ভাড়া বাড়িয়ে নতুন করে সংকট তৈরি করেছে।