দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে পুলিশের বাধা

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করে জাসদ ছাত্রলীগ। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে
ছবি: সংগৃহীত

জ্বালানি তেল, গ্যাস ও পরিবহনের ভাড়াসহ নিত্যপণ্যের দাম ক্রমাগত বৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জাসদ ছাত্রলীগের মানববন্ধনে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলেছে ভুল–বোঝাবুঝি হয়েছে। ওই মিছিলে বাধা দেওয়া হয়নি।

আজ বুধবার বেলা ১১টায় শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে কলেজের সামনে মানববন্ধনের আয়োজন করে জাসদ ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা শাখা। এতে বক্তব্য দেন জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জাসদ কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক আবদুল মজিদ প্রমুখ।

আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, বেলা ১১টায় মানববন্ধনে বক্তব্য চলাকালে পুলিশ এসে দ্রুত শেষ করার জন্য চাপ দেয়। সেই সঙ্গে ব্যানারও কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। পুলিশের বাধার কারণে তাঁরা কর্মসূচি শেষ করতে বাধ্য হন।

তবে কর্মসূচিতে ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ অস্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সামান্য ভুল–বোঝাবুঝি ছাড়া তেমন কিছু হয়নি। পুলিশ কর্মসূচিতে বাধা দেয়নি।