দ্রব্যমূল্যের সিন্ডিকেটে আ.লীগ ও বিএনপির ব্যবসায়ীরাও আছেন: ইনু

কুষ্টিয়ায় নিজ নির্বাচনী এলাকা মিরপুর উপজেলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাসদ নেতা হাসানুল হক ইনু
ছবি: প্রথম আলো

দ্রব্যমূল্যের সিন্ডিকেটে আওয়ামী লীগ ও বিএনপির ব্যবসায়ীরাও আছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাংসদ হাসানুল হক ইনু।

আজ শনিবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

বাজারে নিত্যপণ্যের দামের ওঠানামা মানুষকে অস্বাভাবিকভাবে যন্ত্রণা দিচ্ছে জানিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘সকালে একদাম, বিকেলে একদাম। এটা তো সিন্ডিকেটের কারসাজি। এই সিন্ডিকেট অস্বাভাবিকভাবে নিত্যপণ্যের দামের ওঠানামা করাচ্ছে এবং মানুষের পকেট কেটে কোটি কোটি টাকা লুট করছে। এ ক্ষেত্রে শাসনদণ্ডের কঠোর প্রয়োগ করতে হবে এবং অবিলম্বে সরকারকে পদক্ষেপ নিতে হবে।’

জাসদের এই নেতার অভিযোগ, ‘বিএনপি ও সামরিক শাসকেরা দীর্ঘ দিন ধরে ক্ষমতায় ছিল। সুতরাং, যে নব্য ব্যবসায়ী সমাজ সেটা বিএনপি ও সামরিক শাসকের ছত্রচ্ছায়ায় গজিয়েছিল। আওয়ামী লীগ বা ১৪ দলের ১৩ বছরের শাসনামলে বিএনপির ওই ব্যবসায়ীদের তো কারাগারে ঢোকানো হয়নি। তারা তো ব্যবসা করেই খাচ্ছেন। বাজারের বেশির ভাগ সিন্ডিকেটই কম বেশি ওই আমলেই জন্ম নিয়েছে।’

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী প্রমুখ।