ধরমপাশায় হ্যান্ডট্রলির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মহেশখলা বাজারের পাশের সড়কে ইঞ্জিনচালিত হ্যান্ডট্রলির নিচে চাপা পড়ে তানজীদ মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।

তানজীদ উপজেলার সাউদপাড়া গ্রামের মুদি ব্যবসায়ী ওয়াসিম মিয়ার ছেলে। ঘটনার পরপরই হ্যান্ডট্রলির চালক সাইফুল ইসলামকে (২১) ঘটনাস্থল থেকে আটক করেছেন স্থানীয় লোকজন। তাঁর বাড়ি পাশের তাহিরপুর উপজেলার তেরঘর রতনপুর গ্রামে।

এলাকাবাসী, মধ্যনগর থানা–পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে তানজীদ প্রতিবেশী এক শিশুর সঙ্গে বাড়িতে ফিরছিল। এ সময় ট্রলিটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর তুলে দেন। ঘটনাস্থলে তানজীদ মারা যায়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল দেব প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জনতার হাতে আটক হওয়া চালক সাইফুলকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা হবে।