ধর্ষণ মামলার আসামি দেশ ছাড়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

দেশ ছাড়ার সময় ধর্ষণ মামলার আসামিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় হস্তান্তর করে। আজ বুধবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম মো. রাব্বি (২৪)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের মাওনা এলাকার বাসিন্দা। ২০২০ সালের ৩০ নভেম্বরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ২০২১ সালের ২৭ জানুয়ারি ধর্ষণের অভিযোগে ওই কিশোরী মা রাব্বিকে আসামি করে মামলা করেন। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, গতকাল সকাল ৭টা ৪০ মিনিটে রাব্বি সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে ওঠার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন অতিক্রম করার চেষ্টা করেন। শ্রীপুর থানা-পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে ইমিগ্রেশন থেকে তাঁকে থানায় আনা হয়। আজ বুধবার তাঁকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বছরের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার একটি গ্রামে কিশোরী মেয়েকে বাড়িতে রেখে হাসপাতালে গিয়েছিলেন মা। এই ফাঁকে রাব্বি ওই বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় পর্যায়ে মীমাংসার চেষ্টা করা হয়।

শেষ পর্যন্ত কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পরপরই আসামি রাব্বি গা ঢাকা দেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করার জন্য অভিযান চালায়। আসামি দেশত্যাগের চেষ্টা করছিলেন—এমন খবরে তাঁর জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য তথ্য ইমিগ্রেশনের কাছে পাঠানো হয়।