ধান কাটা নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার গন্ডামারা ইউনিয়নের বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিতে আহত চারজন হলেন মো. আবু ছালেক (৩৪), আবদুল আলিম (১৬), শাহ আলম (৬০) ও মো. মোজাহের (৬০)। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমিতে আজ সকাল নয়টার দিকে ধান কাটতে যান কামাল উদ্দিনের লোকজন। এ সময় বাধা দেন অপর পক্ষের মো. হোসেন। এতে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মো. হোসেন গুলি ছুড়লে ওই চারজন গুলিবিদ্ধ হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মো. হোসেনকে আটক করেছে।

আহত আবু ছালেকের বড় ভাই আবুল কাশেম বলেন, ‘আমাদের পৈতৃক জমিতে ধান কাটতে গেলে মো. হোসেন বাধা দেন, আর গুলি করে চারজনকে আহত করেন।’

বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান বলেন, হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে আনা হয়। এর মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. হুমায়ূন কবির বলেন, এ ঘটনায় এখনো থামায় মামলা হয়নি, তবে একজনকে আটক করা হয়েছে।