ধানভর্তি ট্রলি উল্টে শিশুর মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ধানভর্তি ইঞ্জিনচালিত ট্রলি উল্টে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার জয়শ্রী ইউনিয়নের ছিছড়াখাল এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম সোহান মিয়া (৮)। সে একই ইউনিয়নের বরই গ্রামের সায়েম মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জয়শ্রী ইউনিয়নের ছিছড়া হাওর থেকে ট্রলিতে করে বস্তাভর্তি ধান নিয়ে বরই গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন মাসুদ মিয়া (২৫) নামের ট্রলিচালক। ট্রলির ওপর শিশু সোহান বসা ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলিটি ছিছড়াখাল এলাকায় পৌঁছালে হঠাৎ উল্টে যায়। এতে ট্রলিটির নিচে চাপা পড়ে সোহান মিয়া ঘটনাস্থলেই মারা যায়। পরে আশপাশের লোকজন আসতে দেখে ট্রলি ফেলে পালিয়ে যান চালক মাসুদ মিয়া।

ট্রলির নিচে চাপা পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান জয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী। ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।