ধানের হাটে ঢুকে পড়ল ট্রাক, প্রাণ গেল দুজনের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ইসরাইল হক হাটে ধান বেচতে এসেছিলেন। ভ্যানচালক মো. রনি অন্য একজন কৃষকের ধান নিয়ে এসেছিলেন। হাটের মধ্যে হঠাৎ ঢুকে যায় বেপরোয়া এক ট্রাক। চাপা পড়ে দুজনই ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের ধাক্কায় এ সময় আহত হয়েছেন আরও ১৪ জন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

নিহত ইসরাইল হকের (৪৫) বাড়ি গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লায়। তাঁর বাবার নাম ইয়াহিয়া হক। মো. রনির (২০) বাড়ি একই এলাকায়। তাঁর বাবার নাম আতাউর রহমান।

হাটুরেদের সঙ্গে কথা বলে জানা গেছে, খোলা ট্রাকটি বৈদ্যুতিক খাম্বা ও খনন যন্ত্র বহন করে। আমনূরা-গোদাগাড়ী সড়ক হয়ে সকালে ট্রাকটি গোদাগাড়ীতে আসছিল। গাড়িটি ফাঁকা ছিল। গোদাগাড়ীর জৈটাবটতলা এলাকায় এসেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিভিন্ন যানবাহনকে ধাক্কা দিতে দিতে সামনে আসছিল। এভাবে প্রায় ১০ কিলোমিটার আসার পর ট্রাকটি ধানের হাটে ঢুকে পড়ে। ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে স্থানীয় লোকজন ধারণা করছেন।

জানতে চাইলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি বলেন, ট্রাকটি দ্রুতগতিতে হাটে ঢুকে পড়ায় লোকজন দৌড়ে পালাতে থাকেন। তাঁদের মধ্যে দুজন ট্রাকের নিচে পড়ে নিহত হয়েছেন। ধাক্কা খেয়ে আরও ১৩ থেকে ১৪ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের গোদাগাড়ী ৩১ শয্যা বিশেষায়িত হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হবে। ট্রাকসহ এর চালককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হবে।