ধারালো অস্ত্র দিয়ে আঘাত, তিন দিন পর কিশোরের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামে একটি ঝোপঝাড় থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে ধারালো অস্ত্রে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত কিশোরের নাম ওমর আলী শেখ (১৪)। সে ঢোলজানি গ্রামে গ্রামের অহেদ আলী শেখের ছেলে। তার নিখোঁজের বিষয়ে অহেদ আলী গতকাল রোববার বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিহত কিশোর ওমর আলী পড়ালেখা করত না। বাবার সঙ্গে মাঠে কাজ করত। গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল।

স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী বলেন, কিশোর ওমর আলী পড়ালেখা করত না। বাবার সঙ্গে মাঠে কাজ করত। গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল। ওই দিন রাতে সে ঢোলজানি বাজার স-মিলের সামনে ব্যাডমিন্টন খেলা দেখেছে। এরপর তাকে আর কোথায়ও খুঁজে পাওয়া যায়নি। ওমরকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরে গতকাল তাঁর বাবা থানায় জিডি করেন। আজ সোমবার বিকেলে একটি ছোট ঝোপের আড়ালে তার লাশ দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। লাশের মাথার পেছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় তার গায়ে লাল জামা ও পরনে লুঙ্গি ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, ওমরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।