ধুনটে আরিফুল হত্যা মামলার প্রধান আসামি আ.লীগ নেতা নবাব আলী গ্রেপ্তার

নবাব আলী
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের আরিফুল ইসলাম ওরফে হিটলু হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা নবাব আলীকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে বেড়েরবাড়ি বাবুবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নবাব আলী নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং বেড়েরবাড়ি গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে সরকারি চাল চুরি, মারপিট, চাঁদাবাজিসহ একাধিক মামলা থাকায় তাঁকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সিআইডি পুলিশের পরিদর্শক আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, গত ২৮ এপ্রিল আরিফুল হত্যা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছি। তদন্তের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি নবাব আলীকে বাবুবাজার এলাকা থেকে আজ বেলা সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আবদুল হান্নান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবাব আলীর কাছ থেকে হত্যাকাণ্ডের অনেক তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা বলা সম্ভব নয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৬ এপ্রিল রাত ৯টার দিকে উপজেলার বেড়েরবাড়ি গ্রামের আবদুল জলিলের ছেলে আরিফুল ইসলাম ওরফে হিটলুকে (৩৮) কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে বেড়েরবাড়ি উচ্চবিদ্যালয়ের পেছনের রাস্তায় কুপিয়ে হত্যা করেন নবাব আলী ও তাঁর সমর্থকেরা। তাঁরা লাশ গুম করতে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে একটি পুরোনো কবরের ভেতরে মাটি চাপা দিয়ে রাখেন। ১৭ এপ্রিল পুলিশ অরিফুলের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় আরিফুলের স্ত্রী শেফালী খাতুন বাদী হয়ে ১৯ এপ্রিল নবাব আলীসহ ২০ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন। ২৮ এপ্রিল মামলাটি ধুনট থানা-পুলিশ থেকে সিআইডির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এর আগে ১০ মে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেড়েরবাড়ি গ্রামের এনামুল হক (৩৬) ও সুমন রহমান (২৮) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে সিআইডি।