ধুনটে বাবার সঙ্গে বিরোধের জেরে শিশুকে ধর্ষণের পর হত্যা: পুলিশ

পুলিশের জিজ্ঞাসাবাদে বগুড়ার ধুনট উপজেলায় আট বছরের মেয়েশিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার চার আসামি। আজ শনিবার বগুড়া জেলা পুলিশ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার চার আসামি হলেন ধুনট উপজেলার বাপ্পি আহম্মেদ (২২), কামাল পাশা (৩৪), শামীম রেজা (২২) ও লাবলু সেখ (২১)। এর আগে শুক্রবার রাতে নসরতপুর গ্রামে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, গ্রেপ্তার ওই চার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন। এ কারণে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিশুটির বাবার সঙ্গে বিরোধের জের ধরে বাপ্পি আহম্মেদ ও তাঁর সহযোগীরা শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন।

পুলিশ সূত্র জানায়, কিছুদিন আগে ধুনট উপজেলার নসরতপুর গ্রামে জান্নাতুল ফেরদৌস কবরস্থানে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। প্রথম দিন ১৪ ডিসেম্বর দিবাগত রাতে ওয়াজ মাহফিলে শিশুটি তার দাদা-দাদি ও দুই ফুফুর সঙ্গে আসে। রাত ১০টার দিকে শিশুটি তার দাদার কাছ থেকে ১০ টাকা নিয়ে চিপস কেনার জন্য মঞ্চের শামিয়ানার বাইরে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১টায় মাহফিলের স্থান থেকে প্রায় ২০০ মিটার দূরে বাঁশঝাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।