ধুনটে মারধরে দিনমজুরের মৃত্যুর অভিযোগ, আটক ২

গ্রেপ্তার
প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় প্রতিপক্ষের মারধরে আহত হয়ে তাজেল হোসেন (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে বলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে অভিযোগ জানানো হয়েছে। তাজেলের বাড়ি উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামে।

পুলিশ জানায়, ৯৯৯–এ ফোন পেয়ে গতকাল শনিবার রাত ১০টার দিকে পুলিশ তাজেলের লাশ উদ্ধার করে। আজ রোববার বেলা ১১টার দিকে ধুনট থানা থেকে তাজেলের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একই গ্রামের নুরু সেখ (৫৫) ও সোলায়মান সেখকে (৫২) আটক করেছে।

স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত তাজেল হোসেনের স্ত্রী বেগম খাতুন প্রতিবেশী বিশা সেখের ছেলেকে আপত্তিকর শব্দ বলে অপবাদ দেন। এ নিয়ে বিশা সেখের পরিবারের সঙ্গে তাজেলের পরিবারের বিরোধ সৃষ্টি হয়। ৮ ডিসেম্বর কথা–কাটাকাটির একপর্যায়ে উভয় পরিবারের লোকজন মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের মারধরে তাজেল হোসেন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নেন। গতকাল তিনি মারা যান। বাড়ির একজন ৯৯৯-এ ফোন করে তাজেলকে হত্যার অভিযোগ করেন। পুলিশ পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

থানা হাজতে আটক নুরু সেখ ও সোলায়মান সেখ দাবি করেছেন, তাজেল অসুস্থ হয়ে মারা গেছেন। দুই পরিবারের মধ্যে কথা–কাটাকাটি হলেও মারধরের কোনো ঘটনা ঘটেনি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ৯৯৯–এ তাজেলকে হত্যার অভিযোগ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।