ধোবাউড়ায় সড়ক সংস্কারের দাবিতে হাঁটুপানিতে দাঁড়িয়ে মানববন্ধন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
ছবি: প্রথম আলো

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর-শিবগঞ্জ পাকা সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। আজ বৃহস্পতিবার দুপুরে কলসিন্দুর গ্রামে পানিতে ডুবে যাওয়া বেহলা সেতুতে দাঁড়িয়ে এ মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধনে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর থেকে শিবগঞ্জ পর্যন্ত পাকা সড়কটির তিন কিলোমিটার অংশ অন্তত ছয় বছর ধরে বেহাল। সড়কজুড়ে আছে অসংখ্য খানাখন্দ। বর্ষাকাল আসার আগেই বৃষ্টির পানিতে তলিয়ে যায় ভাঙা সড়কের বিভিন্ন অংশ। এতে কলসিন্দুর, রনসিংপুরসহ এ পথ দিয়ে চলাচল করা বিভিন্ন এলাকার লোকজন চরম ভোগান্তিতে পড়েন। অন্তত ১২ বছর আগে এ সড়কে একটি জলসেতু নির্মাণ করা হয়। ছয় বছরের বেশি সময় ধরে সেটিও বেহলা হয়ে আছে।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে বেহাল থাকলেও সরকারের পক্ষ থেকে সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। কলসিন্দুর-শিবগঞ্জ সড়কটি ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের অন্তর্ভুক্ত।

গামারীতলা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে কলসিন্দুর-শিবগঞ্জ পাকা জলসেতু নির্মাণ করা হয়। জলসেতু সাধারণত বর্ষাকালে পানির নিচে ডুবে থাকলেও কোনো ক্ষতি হয় না। শুকনা মৌসুমে এটি আবার ভেসে ওঠে। কিন্তু ভারী যানবাহন চলাচল করায় ছয় বছরের মধ্যেই এ সেতু ভেঙে গেছে। এরপর আর সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।

গামারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, জলসেতুসহ সড়কটির বাজে দশার কথা বারবার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না।