নওগাঁয় ইজিবাইকের ধাক্কায় চাল ব্যবসায়ী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নওগাঁয় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর রহমান ওরফে সোহাগ (৩২) নামের এক চাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালক আহত হন। গতকাল বুধবার রাত ৯টার দিকে নওগাঁ শহরের সাহাপুর এলাকায় নওগাঁ-সান্তাহার সড়কে এই দুর্ঘটনা ঘটে।

মোস্তাফিজুর রহমানের বাড়ি বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার পৌরসভায়। তিনি আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসীন আলীর ছেলে। তিনি সান্তাহার বাইপাস সড়কের পাশে মেসার্স সোহাগ রাইস মিলের স্বত্বাধিকারী।  

নওগাঁ সদর থানা–পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে চাল ব্যবসায়ী মোস্তাফিজুর মোটরসাইকেলে করে সান্তাহার থেকে নওগাঁ শহরে যাচ্ছিলেন। পথে সাহাপুর এলাকায় মল্লিকা ইন কনভেনশন অ্যান্ড হোটেলের সামনে নওগাঁ-সান্তাহার সড়কে বিকল হয়ে থাকা ট্রাককে পাশ কাটাতে যান তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ইজিবাইকের চালক রফিকুল ইসলাম (৪৫) আহত হয়েছেন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আজ বৃহস্পতিবার সকালে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, রাতেই দুর্ঘটনায় নিহত ব্যবসায়ীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও ইজিবাইক থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।