নওগাঁয় এক দিনে সর্বোচ্চ ৯৫ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস
প্রতীকী ছবি

আজ রোববার ১ দিনে নওগাঁয় আরও ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এটি এক দিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা। এর আগে গত বছরের ২৬ জুন ১ দিনে সর্বোচ্চ ৮৫ জনের করোনা শনাক্ত হয়।

নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নতুন শনাক্ত ৯৫ জনের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, সাপাহারে ১৫ জন, পত্মীতলায় ১৪ জন, নিয়ামতপুরে ১০ জন, ধামইরহাটে ২ জন, মান্দায় ১০ জন, মহাদেবপুরে ৭ জন, পোরশায় ৮ জন, রাণীনগরে ৮ জন, বদলগাছী ২ জন ও আত্রাই উপজেলার ৫ জন। আজ জেলার ১১টি উপজেলায় উন্মুক্ত স্থানে ১ হাজার ১০৮ জনের সংগৃহীত নমুনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এতে ৯৫ জনের করোনা শনাক্ত হয়।

ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ১০৮ জনের মধ্যে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৫৭ শতাংশ। এটা দেখে সাম্প্রতিক সময়ের মধ্যে সংক্রমণের হার কম মনে হলেও স্বস্তির কোনো কারণ নেই। কারণ, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে যাঁদের নেগেটিভ এসেছে, তাঁদের আবার আরটি-পিসিআর টেস্ট করা হবে। আরটি-পিসিআর টেস্টে তাঁদের পজিটিভ আসার আশঙ্কা রয়েছে। এতে শনাক্তের হার বেড়ে যেতে পারে।

ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ আরও বলেন, ‘উন্মুক্ত স্থানে আজ যে ১ হাজার ১০৮ জন নমুনা দিয়েছেন, তাঁদের অধিকাংশই লক্ষণবিহীন ছিলেন। তাঁদের আমরা বুঝিয়ে নমুনা পরীক্ষার জন্য রাজি করিয়েছি। অথচ এই লোকগুলোর মধ্যে থেকে ৮ দশমিক ৫৭ শতাংশই করোনা পজিটিভ। এটাই আমাদের জন্য উদ্বেগের। সমাজে এ ধরনের অনেকেই রয়েছেন, যাঁরা করোনা পজিটিভ অথচ তাঁদের কোনো লক্ষণ নেই। করোনার পরীক্ষা না করেই তাঁরা মানুষের সংস্পর্শে যাচ্ছেন এবং করোনার সংক্রমণ ছড়াচ্ছেন।’

নওগাঁয় প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ১৩ মে। সেই থেকে আজ পর্যন্ত ১৬ হাজার ৭৫৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৪৬ জন মারা গেছেন। মৃত্যুর হার ১ দশমিক ৯১ শতাংশ।