নওগাঁয় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫০০ ছাড়াল

করোনাভাইরাস
প্রতীকী ছবি

নওগাঁ জেলায় নতুন করে আটজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এর মধ্যে দিয়ে জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫০৫। নওগাঁ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। মৃত্যুর খবর পাওয়া যায়নি।

নতুন করে আটজনের আক্রান্ত হওয়ার ফল গতকাল মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে প্রকাশ করা হয়।

আজ বুধবার নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মুনজের-ই মোর্শেদ বলেন, ১৮ ও ১৯ ডিসেম্বর রাজশাহীর ল্যাবে নওগাঁর ৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্ত আটজনের মধ্যে নওগাঁ সদর উপজেলার সাত ও ধামুইরহাট উপজেলার একজন।

নওগাঁয় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ২৩ এপ্রিল। ওই মাসে মোট শনাক্ত হয়েছিল ১৪ জন। পরে মে মাসে ১৩৫, জুনে ৪৫২, জুলাইয়ে ১ হাজার ১৪, আগস্টে ১ হাজার ১৯৭, অক্টোবরে ১ হাজার ৩৩৩ ও নভেম্বর মাস শেষে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪১৬। চলতি মাসের ২৩ দিনে নতুন করে ৮৯ জনের আক্রান্ত হওয়া তথ্য পাওয়া গেছে।

সিভিল সার্জন এ বি এম আবু হানিফ বলেন, জেলায় করোনা রোগীর সুস্থ হওয়ার হার সন্তোষজনক। এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর মধ্যে ১ হাজার ৪১৪ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এই হিসাবে সুস্থতার হার ৯৩ দশমিক ৯৫ শতাংশ। নতুন করে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্য ও তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করা হচ্ছে।

এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন। উপজেলা ভিত্তিতে সদরে ৬৩৩, রানীনগরে ৬১, আত্রাই ৩৭, মহাদেবপুরে ১২৬, মান্দায় ৫৮, বদলগাছী ১২৩, পত্নীতলায় ১০৬, ধামুইরহাটে ৬০, সাপাহারে ১৩১, নিয়ামতপুরে ৮১ ও পোরশায় ৮৯ জন আক্রান্ত হন।