নওগাঁয় বাসের সঙ্গে সংঘর্ষ, পিকআপের চালক ও সহকারী নিহত

সড়ক দুর্ঘটনা।
প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সতীহাট পঞ্চমীতলা মোড়ে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নের টেমা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মাসুদ রানা (২৮) এবং নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চকরশিদ গ্রামের বাবর উদ্দিনের ছেলে রাসেল আহমেদ (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে মুরগির বাচ্চা নিয়ে একটি পিকআপ রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। নাহার অ্যাগ্রো গ্রুপ কোম্পানির রাজশাহীর একটি খামার থেকে প্রায় এক হাজার মুরগির বাচ্চা নওগাঁর একটি খামারে নেওয়া হচ্ছিল। পথে বেলা দুইটার দিকে নওগাঁ-রাজশাহী  মহাসড়কের মান্দার সতীহাট পঞ্চমীতলা মোড়ে নওগাঁ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

বেলা দুইটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দার সতীহাট পঞ্চমীতলা মোড়ে বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

সংঘর্ষে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পিকআপচালক মাসুদ রানা মারা যান। বিকেলে পিকআপচালকের সহকারী রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মুরগির বাচ্চাবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও তাঁর সহকারীর মৃত্যু হয়েছে। বাসের সামনের অংশ কিছুটা দুমড়েমুচড়ে গেলেও এর চালক কিংবা যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত পিকআপচালকের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত অপরজনের মরদেহ নিতে তাঁর স্বজনেরা নোয়াখালী থেকে এখনো পৌঁছাননি।