নওগাঁয় বোতলের গায়ের দাম মুছে বেশি দামে তেল বিক্রি

ভান্ডারপুর বাজারের ওই দোকান থেকে জব্দ করা ২২০ লিটার তেল তাৎক্ষণিকভাবে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়
ছবি: প্রথম আলো

নওগাঁর বদলগাছীতে এক ব্যবসায়ী সয়াবিন তেলের বোতলের গায়ের দাম মুছে বেশি দামে তেল বিক্রি করছিলেন। এমন খবর পেয়ে ওই দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ভান্ডারপুর বাজারে এ ঘটনা ঘটেছে।

বদলগাছী থানা–পুলিশের সহযোগিতায় ভান্ডারপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন। এ সময় ওই বাজারের ব্যবসায়ী মেসার্স রবিউল ভ্যারাইটি স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই দোকান থেকে জব্দ করা ২২০ লিটার তেল উপস্থিত ভোক্তাদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

শামীম হোসেন বলেন, তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে ওই ব্যবসায়ী আগের দামে কেনা সয়াবিন তেল ১৯৮ টাকায় বিক্রি করছিলেন। আগের কেনা সয়াবিন তেলের ১ লিটারের বোতলের গায়ে দাম লেখা ছিল ১৬০ টাকা। তবে ওই ব্যবসায়ী দাম মুছে ফেলে ১৯৮ টাকায় বিক্রি করছিলেন। অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় বদলগাছী উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এ কে এম ফজলুল হক উপস্থিত ছিলেন।