নওগাঁয় হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন, স্ত্রীর তিন মাসের কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

নওগাঁর আত্রাইয়ে মো. জাহাঙ্গীর প্রামাণিক (৩০) হত্যা মামলায় মো. রেজাউল প্রামাণিক ওরফে লালু (৩৫) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় রেজাইলের স্ত্রী লাকি বেগমকে (৩০) তিন মাসের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন আজ মঙ্গলবার দুপুরে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত দুজন আত্রাই উপজেলার কচুয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ মার্চ কচুয়া উত্তরপাড়া গ্রামের জাহাঙ্গীর প্রামাণিক রাতের বেলা গভীর নলকূপ ঘর পাহারা দিচ্ছিলেন। এ সময় সেখানে হামলা চালিয়ে গলা কেটে তাঁকে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর প্রামাণিকের সঙ্গে রেজাউল প্রামাণিকের বিরোধ চলে আসছিল। জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে একাধিকবার কথা–কাটাকাটিও হয়। জাহাঙ্গীর হত্যা ঘটনার পরদিন ৬ মার্চ তাঁর স্ত্রী সাথী বাদী হয়ে রেজাউল প্রামাণিকসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা করেন।

২০১৪ সালের ৫ মার্চ কচুয়া উত্তরপাড়া গ্রামের জাহাঙ্গীর প্রামাণিক রাতের বেলা গভীর নলকূপ ঘর পাহারা দিচ্ছিলেন। এ সময় সেখানে হামলা চালিয়ে গলা কেটে তাঁকে হত্যা করা হয়।

ওই হত্যা মামলায় আত্রাই থানার পুলিশ পরিদর্শক আবদুল লতিফ খান ২০১৪ সালের ৩০ এপ্রিল রেজাউল করিম ও তাঁর স্ত্রী লাকি বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ মামলার রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) সামছুর রহমান এবং আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী এইচ এম জাহাঙ্গীর আলম।