নকলায় আচরণবিধি ভেঙে মহড়া, কাউন্সিলর প্রার্থীর জরিমানা

পৌরসভা নির্বাচন
প্রতীকী ছবি

শেরপুরের নকলা পৌরসভা নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মহড়া দেওয়ার অপরাধে এক কাউন্সিলর প্রার্থীকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তোতা মিয়াকে এই জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সন্ধ্যায় কাউন্সিলর পদপ্রার্থী তোতা মিয়া (উটপাখি প্রতীক) শতাধিক মোটরসাইকেল, বাদ্যবাজনাসহ পৌর শহরে নির্বাচনী প্রচারণায় বের হন এবং মহড়া দেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তোতা মিয়াকে ৮ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণার কাজ করার নির্দেশ দেন। পরে কাউন্সিলর পদপ্রার্থী তোতা মিয়া তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

ইউএনও জাহিদুর রহমান জরিমানা আদায় করার তথ্য নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।