নকলায় কবর থেকে চুরি হলো দুটি কঙ্কাল

অপরাধ
প্রতীকী ছবি

শেরপুরের নকলায় কবর থেকে দুটি কঙ্কাল চুরি করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার টালকী ইউনিয়নের দক্ষিণ রামেরকান্দি সামাজিক কবরস্থান থেকে চোরের দল কঙ্কাল দুটি চুরি করে নিয়ে গেছে। যাঁদের কঙ্কাল চুরি হয়েছে, তাঁরা হলেন উপজেলার রামেরকান্দি গ্রামের মৃত আবদুল জলিল ও মৃত মিরাজ আলী।

দক্ষিণ রামেরকান্দি সামাজিক কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল করিম বলেন, বার্ধক্যেরকারণে আবদুল জলিল (৮৪) গত ৩০ মার্চ এবং মিরাজ আলী (৭০) তার কিছুদিন আগে চলতি বছরের প্রথম দিকে মারা যান। পরে তাঁদের মরদেহ দক্ষিণ রামেরকান্দি সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত আবদুল জলিলের ছেলে মো. শামছুদ্দিন দাঁত ব্রাশ করতে করতে তাঁর বাবার কবরের কাছে গিয়ে দেখেন যে তাঁর বাবার কবরসহ দুটি কবর খোঁড়া এবং ভেতরে কোনো লাশ বা কঙ্কাল নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আবদুল জলিলের ছেলে মো. শামছুদ্দিন মঙ্গলবার সকালে দাঁত ব্রাশ করতে করতে তাঁর বাবার কবরের কাছে গিয়ে দেখেন যে তাঁর বাবার কবরসহ দুটি কবর খোঁড়া এবং ভেতরে কোনো লাশ বা কঙ্কাল নেই। পরে বিষয়টি তিনি এলাকাবাসীকে জানান। সংবাদ পেয়ে নকলা থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার পালসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুশফিকুর রহমান আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কঙ্কাল চুরির সংবাদ পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেননি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।