নকলায় পুলিশ ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ

বাল্যবিবাহ
প্রতীকী ছবি

শেরপুরের নকলায় পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের তৎপরতায় এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীর (১৬) বাল্যবিবাহ বন্ধ হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার একটি গ্রামে ওই বিয়ে বন্ধ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে পাশের গ্রামের এক যুবকের বিয়ের আয়োজন করা হয়েছে বলে ‘আমাদের আইন’ নামের একটি মানবাধিকারবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠনের স্থানীয় কয়েকজন সদস্য জানতে পারেন। বিষয়টি তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানান।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে বরসহ অন্যরা পালিয়ে যান।

সংবাদ পেয়ে নকলা থানার উপপরিদর্শক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা শুক্রবার রাতে ওই বিয়েবাড়িতে যান এবং খবরের সত্যতা পান। পুলিশ ওই ছাত্রীর বাবার সঙ্গে কথা বলে বাল্যবিবাহ বন্ধ করে দেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে বরসহ অন্যরা পালিয়ে যান।

নকলা থানার এসআই আনোয়ার হোসেন আজ শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়াসহ ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য ছাত্রীর বাবাকে সতর্ক করা হয়।