নকলায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রতীকী ছবি

শেরপুরের নকলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার নারায়ণখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই শ্রমিকের নাম মো. আল আমিন (২০)। তিনি উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা ব্যাপারীপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ শ্রমিক রতন মিয়া ও তাঁর সহকারী আল আমিন নারায়ণখোলা গ্রামের হাফিজ উদ্দিনের ঘরে বিদ্যুতের লাইন মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত আল আমিন বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। এলাকার লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা নাজমুস সাকিব তাঁকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্টে আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী। এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলার প্রক্রিয়া চলছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।