নকলায় সাংবাদিক বজলুর রহমানের স্মরণে সভা

বজলুর রহমান

শেরপুরের নকলা উপজেলায় প্রখ্যাত সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও দৈনিক সংবাদের সাবেক সম্পাদক বজলুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নকলা ইয়ুথ রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. নূর হোসেন।

সভায় বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা এশিয়ান টিভির প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন, সহসভাপতি নাহিদুল ইসলাম, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মো. মোশারফ হোসাইন, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সিমানুর রহমান, দপ্তর সম্পাদক সেলিম রেজা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রথিতযশা সাংবাদিক বজলুর রহমান ছিলেন একজন সাহসী কলমসৈনিক। তিনি তাঁর লেখনীর মাধ্যমে স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আজীবন তিনি ছিলেন ধনতন্ত্রের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষের একজন সাহসী যোদ্ধা। তাঁর অকালমৃত্যুতে দেশ একজন আদর্শ দেশপ্রেমিককে হারিয়েছে।

উল্লেখ্য, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখা বজলুর রহমান ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা যান। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাংসদ ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তাঁর স্ত্রী।