নকশীকাঁথা ট্রেনের বগিতে অগ্নিকাণ্ড

খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী নকশীকাঁথা মেইল ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে তিনটার দিকে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নওয়াপাড়া রেলস্টেশন সূত্রে জানা যায়, ট্রেনটি নওয়াপাড়া রেলস্টেশনে পৌঁছানোর পর পাওয়ার কারের বগিতে আগুন ধরে যায়। ট্রেন ও স্টেশনে থাকা অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।

নওয়াপাড়া স্টেশন মাস্টার মহাসীন রেজা বলেন, আগুনে ট্রেনের পাওয়ার বগির যাত্রী আসন, ফ্যান পুড়ে গেছে ও জেনারেটর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নওয়াপাড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা খান এহসান উল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।