নতুন এক আসামিসহ এ পর্যন্ত গ্রেপ্তার ৩৬

গ্রেপ্তার
প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুছ মোহাম্মদ শহীদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরও নতুন এক আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ঘটনার পর থেকে ১১ দফায় ৩৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেয় পুলিশ। এরপর আজ রোববার আরও একজনকে গ্রেপ্তার দেখানোর পর দুপুরের দিকে তাঁকে লালমনিরহাট কারাগারে পাঠায় পুলিশ। এ ঘটনায় দায়ের করা তিনটি মামলায় এ নিয়ে মোট গ্রেপ্তার করা হলো ৩৬ জন।
গতকাল শনিবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. আবু কালাম ওরফে গামছা কালামকে (২৯)। তিনি উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামের বাসিন্দা।
গত ২৯ অক্টোবর সন্ধ্যায় বুড়িমারী মসজিদে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে রংপুরের শালবন এলাকার আবু ইউনুছ মোহাম্মদ শহীদুন্নবীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় গত ৩১ অক্টোবর নিহত ব্যক্তির চাচাতো ভাই সাইফুল আলম, পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বাদী হয়ে পৃথক তিনটি মামলা করেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও তদন্ত করে আসামি শনাক্ত করে অভিযান চালিয়ে ওই তিন মামলার ৩৬ ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার একজন পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বাকি ৩৫ জনই বুড়িমারী ও শ্রীরামপুর এলাকার বাসিন্দা। আলোচিত তিনটি মামলা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
ওই তিন মামলায় এখন পর্যন্ত ৩৬ জনকে গ্রেপ্তারের বিষয়টি লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক নিশ্চিত করেছেন।