নতুন করে ১৭০ জনের করোনা শনাক্ত, ৪ জনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা ২৮ হাজার ৯১০। গত ২৪ ঘণ্টায় বিভাগের তিন জেলায় চারজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালকের কার্যালয় থেকে সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা যায়, ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া রোগীদের মধ্যে ঝিনাইদহে দুজন এবং খুলনা ও সাতক্ষীরায় একজন করে। এ নিয়ে করোনায় মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ৫১০। গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৪৩ জন। এ পর্যন্ত মোট ২৬ হাজার ২৩ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা জানান, বিভাগে নতুন করে ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বাগেরহাটে দুজন, চুয়াডাঙ্গায় ৫, যশোরে ৫৫, ঝিনাইদহে ১৯, খুলনায় ৪৩, কুষ্টিয়ায় ২৯, মাগুরায় ২, মেহেরপুরে ৩, নড়াইলে ও সাতক্ষীরায় ৬ জন করে শনাক্ত হয়েছে।

সংক্রমণ ও মৃত্যু—দুই সূচকেই বিভাগের মধ্যে খুলনার ধারেকাছে অন্য কোনো জেলা নেই। এখন পর্যন্ত মারা যাওয়া রোগীদের মধ্যে খুলনায় ১২৭ জন, বাগেরহাটে ২৯, চুয়াডাঙ্গায় ৪৮, যশোরে ৬৬, ঝিনাইদহে ৪৭, কুষ্টিয়ায় ৯৬ জন, মাগুরায় ২২, মেহেরপুরে ১৭ জন, নড়াইলে ২১ জন ও সাতক্ষীরায় ৩৭ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ৮ হাজার ২২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন খুলনায়। এর মধ্যে শুধু খুলনা শহরের ৬ হাজার ৬১১ জন। এ ছাড়া বাগেরহাটে ১ হাজার ১৭৪, চুয়াডাঙ্গায় ১ হাজার ৮১১, যশোরে ৫ হাজার ৭২০ জন, ঝিনাইদহে ২ হাজার ৬৩২ জন, কুষ্টিয়ায় ৪ হাজার ৩৯৫ জন, মাগুরায় ১ হাজার ১৬৪, মেহেরপুরে ৮৭৪ জন, নড়াইলে ১ হাজার ৬৯৪ জন ও সাতক্ষীরায় ১ হাজার ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে খুলনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, খুলনায় গত ২৪ ঘণ্টায় ২১২টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা পজিটিভ হয়েছেন ৪৩ জন। আর খুলনা মেডিকেল কলেজ পরিচালিত ১০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫৯ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে আটজন আইসিইউতে আছেন।