খাদ্য উৎপাদনে পরের ওপর নির্ভর করলে দুর্ভিক্ষ হতে পারে: কৃষিমন্ত্রী

ব্রি-৯২ জাতের ধানের বীজ উৎপাদনকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। আজ সকালে মানিকগঞ্জের সিঙ্গাইরে
ছবি: প্রথম আলো

কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ। প্রতিবছর ২০ থেকে ২৫ লাখ নতুন শিশু এই দেশে জন্মগ্রহণ করছে। তাদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে নতুন নতুন জাতের উদ্ভাবন করতে হবে। দেশে কৃষিজমি কমে যাওয়ায় নতুন জাতের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কাশিমনগর এলাকায় নতুন জাতের ধান ব্রি-৯২–এর প্রদর্শনী প্লট পরিদর্শনের সময় কৃষিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে বসতবাড়ি, শিল্পকারখানা ও রাস্তাঘাটের নির্মাণ হচ্ছে। এতে কৃষিজমি কমে যাচ্ছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদনশীল নতুন জাতের ধানসহ কৃষিপণ্য উৎপাদন করতে হবে। আমাদের দেশের বিজ্ঞানীরা নতুন নতুন উৎপাদনশীল ধান উদ্ভাবন করছেন। দেশে উদ্ভাবিত নতুন জাতের ব্রি-৯২ ধান প্রতি বিঘায় ৩০ মণ উৎপাদিত হবে।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ইউক্রেন ও রাশিয়া সবচেয়ে বেশি খাদ্য রপ্তানি করে। সেখানে এখন যুদ্ধ চলছে। এখন সেখান থেকে খাদ্য পাওয়া যাবে না। খাদ্য উৎপাদন না করলে এবং পরের ওপর নির্ভরশীল থাকলে দুর্ভিক্ষ হতে পারে। তাই নিজের খাদ্য নিজেদেরই উৎপাদন করতে হবে।

এ সময় সেখানে কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম, মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু মোহাম্মদ এনায়েত উল্লাহ, সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।