নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ফসলি জমিতে ধস

সিরাজগঞ্জ জেলার মানচিত্র

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের নন্দলালপুর গ্রামে হুরাসাগর নদীতে খননযন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন স্থানীয় কয়েক ব্যক্তি। এতে কিছু ফসলি জমি ধসে পড়েছে। এ বিষয়ে মঙ্গলবার সকালে এলাকাবাসীর পক্ষে শহিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার রূপবাটি ইউনিয়নের কালিয়ার চর গ্রামের সেলিম রেজা (৩৫) ও একই গ্রামের নাজিম উদ্দিনের (৩০) নেতৃত্বে কয়েক ব্যক্তি ইউনিয়নের শেষ প্রান্তে হুরাসাগর নদী থেকে খননযন্ত্র বসিয়ে অবাধে বালু তুলে বিক্রি করছেন। এতে নদীটির দুই পাড়ের অনেক কৃষিজমির অস্তিত্ব হুমকিতে রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু জমি নদীতে ধসে গেছে। বালু তোলা বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হলেও আবার নতুন করে চলছে এই বালু উত্তোলনের অবৈধ কর্মযজ্ঞ ।

নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগের বিষয়ে সেলিম রেজা জানান, খননযন্ত্র নদীতে বসানো হয়েছে। তবে এখনো কোনো বালু উত্তোলন করা হয়নি। প্রশাসনের অনুমতির জন্য চেষ্টা চলছে। অনুমতি পেলেই বালু উত্তোলন করা হবে।
শাহজাদপুরের ইউএনও শাহ মো. শামসুজ্জোহা মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে জানান, ‘বিষয়টি আমরা জেনেছি। খুব দ্রুত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।’