‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিল চায় ভাঙনকবলিত পরিবারগুলো

‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিলের দাবিতে কৃষক সমিতির মানববন্ধন। আজ শনিবার বগুড়ার শেরপুরে দুপুর ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায়
প্রথম আলো

‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিলের দাবিতে বগুড়ার শেরপুরে একাধিক স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শনিবার উপজেলার আটটি স্থানে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে কৃষক সমিতি বগুড়া জেলা শাখার অধীনে গঠিত ‘সংগ্রাম কমিটি’। সারা দেশের নদীভাঙনকবলিত পরিবারগুলোর জমি-ভিটে ফিরে পেতে দেশজুড়ে এই সংগ্রাম কমিটি গঠন করেছে কৃষক সমিতির শাখাগুলো।

সকাল ১০টায় প্রথম মানববন্ধন ও প্রতিবাদ সভা হয় উপজেলার চান্দাইকোনা বগুড়া বাজারে। এরপর দুপুর দুইটা পর্যন্ত উপজেলার ছোনকা, মির্জাপুর, শেরুয়া বটতলা, ধুনট রোড, শেরপুর বাসস্ট্যান্ড, হঠাৎপাড়া ও কেল্লাপোশী সড়কে অনুরূপ কর্মসূচি পালন করা হয়।

এই প্রতিবাদী কর্মসূচিকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, নদীভাঙনে একে একে বাড়ি–ভিটে হারিয়ে নিঃস্ব হচ্ছেন মানুষ, তার ওপর ‘নদী ভাঙলে জমি খাস’ আইনের মাধ্যমে সেই ভিটে আর ফিরেও পাচ্ছেন না কখনো। এই আইন বাতিল করে বাপ-দাদার ভিটা ফিরে পেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিল চায় ভাঙনকবলিত পরিবারগুলো। আজ শনিবার বগুড়ার শেরপুরে দুপুর ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় প্রতিবাদ কর্মসূচি
প্রথম আলো

আরও বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির আহ্বায়ক আবদুল কাদের, সদস্য আলতাব হোসেন, আবদুল আজিজ মল্লিক, সমন্বয়ক ও কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, শিক্ষক গোলাম ফারুক, বগুড়া জেলা কৃষক সমিতির সভাপতি সন্তোষ কুমার পাল, শেরপুর উপজেলার খেতমজুর সমিতির সাধারণ সম্পাদক নিমাই ঘোষ প্রমুখ।