নদীর পাড় ধসে ট্রলারডুবিতে নিখোঁজ একজন

পিরোজপুরে নোঙর করা ট্রলারের ওপর নদীর পাড় ধসে পড়ায় ট্রলারটি ডুবে গিয়ে একজন নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ভান্ডারিয়া উপজেলায় পশ্চিম জুনিয়া গ্রামসংলগ্ন কচা নদীতে এ ঘটনা ঘটে। ট্রলারটি সিমেন্টবোঝাই ছিল।

নিখোঁজ ওই ব্যক্তির নাম মো. কাইয়ুম মাঝি (৪০)। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আড়ংঘাটা গ্রামের শহীদ মাঝির ছেলে তিনি। কাইয়ুম ওই ট্রলারের মালিক।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে মোংলা থেকে রায়হান-২ নামের ট্রলারটি ১ হাজার ৯০০ বস্তা সিমেন্ট নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। ভান্ডারিয়া উপজেলার পশ্চিম জুনিয়া গ্রামসংলগ্ন কচা নদীর তীরে ট্রলারটি নোঙর করা হয়। রাত সাড়ে ৮টার দিকে নদীর পাড় ভেঙে ট্রলারের ওপর পড়লে ট্রলারটি ডুবে যায়। এ সময় কাইয়ুম মাঝি নিখোঁজ হন। তবে ট্রলারের চালক আবদুল মান্নান (৬৫) ও তাঁর সহযোগী সুকানি ফয়সাল ব্যাপারী (১৫) সাঁতার কেটে তীরে উঠে আসেন।

আজ শুক্রবার সকাল সোয়া আটটার দিকে ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফারুক হোসেন হাওলাদার বলেন, নিখোঁজ কাইয়ুম মাঝিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ শুরু করেছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, ট্রলার ডুবে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ডুবুরি দল কাজ করছে বলে তিনি জেনেছেন।