নদে পড়ে যাওয়া কবুতরের বাচ্চাকে বাঁচাতে গিয়ে কার্গোশ্রমিক নিখোঁজ

নদে পড়ে যাওয়া পোষা কবুতরের বাচ্চা বাঁচাতে নেমে এই ঘাটে নিখোঁজ হয়েছেন এক কার্গোশ্রমিক। আজ বৃহস্পতিবার সকাল বাগেরহাট শহরের ভৈরব নদের মুণিগঞ্জ ঘাট এলাকায়
প্রথম আলো

বাগেরহাট শহরের পাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদে পড়ে যাওয়া পোষা কবুতরের বাচ্চাকে বাঁচাতে গিয়ে রাকিবুল ইসলাম লিমন (২৪) নামের এক কার্গোশ্রমিক জোয়ারের স্রোতে তলিয়ে নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ভৈরব নদের মুণিগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রাকিবুল ইসলাম মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কুরবান আলী শেখের ছেলে। তিনি এমভি প্রগতি গ্রিনলাইন-১ নামের কার্গোর শ্রমিক ছিলেন। নিখোঁজের পরপরই অন্য কার্গোশ্রমিকেরা তাঁকে উদ্ধারে কাজ শুরু করেন। খবর পেয়ে উদ্ধারে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে বেলা তিনটা পর্যন্ত নিখোঁজ রাকিবুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল।

বেলা তিনটা পর্যন্ত নিখোঁজ রাকিবুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (এসও) শরীফ আমিনুল ইসলাম দুপুরে ঘটনাস্থল থেকে এই প্রতিবেদককে বলেন, দুদিন আগে বাগেরহাট শহরের ভৈরব নদের মুণিগঞ্জ ফেরিঘাট এলাকায় এমভি প্রগতি গ্রিনলাইন-১ নামের এই কার্গোটি গম নিয়ে নোঙর করে। এই কার্গোর শ্রমিক রাকিবুল ইসলাম কবুতর পুষতেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে তাঁর পোষা কবুতরের একটি বাচ্চা হঠাৎ উড়াল দিতে গিয়ে ভৈরব নদে পড়ে যায়। তখন সাঁতার জানা কার্গোশ্রমিক রাকিবুল নদীতে ঝাঁপ দিয়ে কবুতরটিকে তুলতে যান। কবুতরটিকে তুলে কূলে ফিরতে গিয়ে নদীর জোয়ারের স্রোতে রাকিবুল পানিতে তলিয়ে যান।

আমিনুল ইসলাম আরও বলেন, এ সময় কার্গোতে থাকা অন্য শ্রমিকেরা তাঁকে সাহায্য করতে নদীতে বয়া ফেললেও তিনি তা আর ধরতে পারেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে উদ্ধারে অভিযান শুরু করেছে। চারজনের ডুবুরি দল রাকিবুলকে উদ্ধারের চেষ্টা করছে। তবে এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি।