নবগঙ্গায় ট্রলারের ধাক্কায় নৌকাডুবি, একজন নিখোঁজ

প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ায় নবগঙ্গা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় জেলেদের একটি নৌকা ডুবে গেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি শ্মশানঘাটে এ ঘটনা ঘটে।

এতে নিখোঁজ হয়েছেন নৌকার রাধাকান্ত দাস (৫১)। তাঁর বাড়ি কলাগাছি গ্রামে। ট্রলারের ধাক্কায় আহত হয়েছেন রাধাকান্তের ভাতিজা সাগর দাস (২০)। তাঁকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাগর ওই গ্রামের গৌতম দাসের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

গৌতম, রাধাকান্ত ও সাগর একটি নৌকায় করে মাছ ধরছিলেন। গৌতম দাস বলেন, গতকাল রাত ১১টার দিকে মাছ ধরার সময় বালুবাহী একটি ট্রলার তাঁদের নৌকাকে জোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে নৌকাটি ডুবে যায়। তিনি ও সাগর সাঁতরে ওপরে উঠতে পারলেও তাঁর ভাই রাধাকান্ত ডুবে যান। সাগরকে তখনই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের ব্যবস্থাপক মাসুদ রানা আজ রোববার বলেন, নৌকাটি স্থানীয় লোকজন সকালে উদ্ধার করেছে। রাধাকান্তকে উদ্ধার করতে খুলনা থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল এসেছে। তারা সকাল ১০টা থেকে কাজ শুরু করেছে।