মাদারীপুরে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এনজিও কর্মীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মাদারীপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুজন। আজ বুধবার দুপুরে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম এমারত হোসেন (৪৪)। তিনি ফরিদপুরের ভাঙা উপজেলার দাড়াদিয়া গ্রামের ফজলুল হক মোল্লার ছেলে। চাকরি করতেন স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন প্রচেষ্টায়।

মাদারীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, এই ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় তাঁরাও আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বার্জার পেইন্টসের একটি রঙের কাভার্ড ভ্যান শরীয়তপুর থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী এমারত ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন কাভার্ড ভ্যানের চালক ও সহকারী। তাঁদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণ উন্নয়ন প্রচেষ্টার পরিচালক খন্দকার নুরুল হক বলেন, ‘এমারত হোসেন সম্প্রতি একটি নতুন মোটরসাইকেল কিনেছিলেন। সেই মোটরসাইকেলের নিবন্ধন করার জন্য সকালে মাদারীপুর বিআরটিএ অফিসে যান। তিনি আমাদের অফিসে মাঠ সংগঠক পদে চাকরি করতেন।’