নবীনগরে করোনায় সংক্রমিত এসি ল্যান্ডকে পাঠানো হলো ঢাকায়

নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান। ছবি: সংগৃহীত
নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় সংক্রমিত নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় আজ বুধবার রাত পৌনে আটটার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত শনিবার করোনা ‘পজিটিভ’ শনাক্ত হওয়ার পর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২২ জুন অসুস্থ বোধ করা শুরু করেন ইকবাল হাসান। তখন তাঁর শরীরে জ্বর ছিল। চিকিৎসকের পরামর্শে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ২৭ জুন তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিশ্চিত করে। ওই দিন থেকেই তাঁর শুকনা কাশি দেখা দেয়। কারও সঙ্গে কথা বললে কাশি আরও বেড়ে যেত। আজ তাঁর শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয়। তাই উপজেলা প্রশাসন বিষয়টি জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সঙ্গে পরামর্শ করে। জেলা প্রশাসকের নির্দেশে ইকবাল হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এদিকে সোমবার ইকবাল হাসান নিজের ফেসবুকে পেজে লেখেন, ‘বর্তমানে আমি আমার কর্মস্থল নবীনগরের বাসায় আইসোলেশনে আছি। চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছি। করোনায় সংক্রমিত শুনে অসংখ্য শুভাকাঙ্ক্ষী মুঠোফোনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে খুদে বার্তা পাঠিয়ে শুভকামনা ও আশু রোগমুক্তির জন্য দোয়া করেছেন। আমি সুস্থতার জন্য সকলের দোয়া চাই।’

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাসুম প্রথম আলোকে জানান, আট দিন ধরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসানের জ্বর ১০০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছিল না। পাশাপাশি তাঁর প্রচণ্ড কাশি ছিল। তাই ঝুঁকি নিতে চাইনি। বিষয়টি জেলা প্রশাসক স্যারের সঙ্গে আলোচনা করে তাঁকে পৌনে আটটার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ইকবাল হাসানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

ইউএনও আরও জানান, উপজেলায় করোনার সংক্রমণ বাড়ছে। সারা দেশেই সংক্রমণ বেড়ে চলেছে। সরকারের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষকে আরও বেশি সহযোগী মনোভাব রাখতে হবে। মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে।