নবীনগরে কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

শ্রীকাইল পূর্ব-১ নামে একটি নতুন গ্যাসকূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন কার্যক্রম শুরু করেছে বাপেক্স।
শ্রীকাইল পূর্ব-১ নামে একটি নতুন গ্যাসকূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন কার্যক্রম শুরু করেছে বাপেক্স।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে পাওয়া শ্রীকাইল পূর্ব-১ নামে একটি নতুন গ্যাসকূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্স। গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাতটা থেকে এই গ্যাস উত্তোলনের কাজ শুরু করা হয়।

শ্রীকাইল পূর্ব-১ গ্যাস ক্ষেত্রের প্রকল্প পরিচালক সৈয়দ মুহাম্মদ কবীর জানান, গত ২০১৭ এবং ২০১৮ সালে ত্রি-মাত্রিক ভূ-তাত্ত্বিক জরিপের পর উপজেলার হাজীপুর গ্রামে গ্যাসের ২৮তম কূপের অস্তিত্ব পায় বাপেক্স। ২০১৯ সালের ২৮ অক্টোবর হাজীপুর গ্রামে প্রকল্পের খনন কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ৩ হাজার ৮০মিটার গভীরে গ্যাসের অস্তিত্ব পায় বাপেক্স। ২০২০ সালের ৩১ জানুয়ারি খনন কাজ শেষ হয়। এরপর নানা খুঁটিনাটি পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল রাত থেকে পরীক্ষামূলকভাবে পাইপের মুখে আগুন দিয়ে গ্যাসের চাপ পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম শুরু করা হয়।

শ্রীকাইল পূর্ব-১ গ্যাস প্রকল্পের খনন কর্মকর্তা মুহাম্মদ মহসিন আলম জানান, প্রাথমিকভাবে এই কূপে গ্যাসের চাপ বেশ ভালো পাওয়া যাচ্ছে। আরও অধিক পরীক্ষা-নিরীক্ষার পর প্রসেস প্ল্যান্টে এই গ্যাস প্রক্রিয়াজাত করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, শ্রীকাইল পূর্ব-১ গ্যাস কূপটি খননে ব্যয় ধরা হয়েছে অন্তত ৭০ কোটি টাকা।

নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, উপজেলায় গ্যাসের এই কূপ পাওয়ায় আমরা অনেক আনন্দিত। সার্বিক অবস্থা আলোচনা করে এই কূপ থেকে উত্তোলন করা গ্যাস নবীনগরবাসীকে সরবরাহের বিষয়ে বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান তিনি।

বাপেক্সের মহাব্যবস্থাপক (ভূ-তত্ত্ব) আলমগীর হোসেন জানান, মাটির নিচে প্রায় ৩ হাজার ৮০ মিটার গভীর পর্যন্ত খনন করার পর গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। গ্যাসের রিজার্ভ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, আশা করি এই কূপ থেকে দৈনিক ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। পরবর্তী ৩৬ঘন্টা পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই গ্যাস উত্তোলন করা হবে। পরে শ্রীকাইল-১ গ্যাস কূপ থেকে ১০কিলোমিটার দূরে থাকা শ্রীকাইল-২ গ্যাসকূপে পাইপের দ্বারা প্রক্রিয়া প্রকল্পের মাধ্যমে গ্যাস নেওয়া হবে।