নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত

গণপিটুনি
প্রতীকী ছবি

নরসিংদীর বেলাবতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার দড়িকান্দি-বড়চর সড়কে গণপিটুনির এ ঘটনা ঘটে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

গণপিটুনিতে নিহত দুজন হলেন রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের আতর মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০) ও শহীদ উল্লাহর ছেলে নাদিম মিয়া (৩০)। গতকাল রাতে তাঁদের লাশ উদ্ধারের পর নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, বেলাব উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড থেকে রায়পুরা উপজেলার বড়চর পর্যন্ত আঞ্চলিক সড়কটিতে প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। গতকাল রাত আটটার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে তিন থেকে চারজন লোক ওই সড়কে যান। স্থানীয় লোকজন তাঁদের অটোরিকশায় নানা ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র দেখতে পান। এ ঘটনায় উপস্থিত লোকজন চিৎকার শুরু করলে দড়িকান্দি ও বড়চর এলাকার কয়েক শ লোক ঘটনাস্থলে চলে আসেন। পরে ডাকাত সন্দেহে তাঁরা সড়কটির দুই প্রান্ত থেকে অটোরিকশাটিকে অবরুদ্ধ করেন। এ সময় সন্দেহভাজন ডাকাতেরা নম্বরবিহীন অটোরিকশাটি ফেলে রেখে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন দুজনকে আটক করে মারধর করেন। গণপিটুনিতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটি পুড়িয়ে দেওয়া হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেদ আলী পাঠান এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। তবে তাঁরা আসলেই ডাকাত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।