নরসিংদীতে দুর্ঘটনায় আহত এসআই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

এসআই মো. মনোয়ার হোসেন
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনের ধাক্কায় আহত উপপরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেনের (৪৬) মৃত্যু হয়েছে। গতকাল রোববার গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। টানা আট দিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর তিনি মারা গেলেন।

মারা যাওয়া এসআই মনোয়ার হোসেন রায়পুরা থানায় কর্মরত ছিলেন। তিনি পাঁচবিবি উপজেলার আওলায় ইউনিয়নের ছাতিনালী গ্রামের মো. আবদুল জব্বার সরকারের ছেলে।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) দেব দুলাল দে বলেন, দুর্ঘটনার পর থেকে এসআই মনোয়ার হোসেনের অবস্থা সংকটাপন্ন ছিল। টানা ৮ দিন বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন। তাঁর ঘাড়, মাথার ডান পাশের অংশ, পা ও পাঁজরে আঘাত লেগেছিল। দুর্ঘটনার পর থেকে মৃত্যুর আগপর্যন্ত তাঁর আর জ্ঞান ফেরেনি।

পুলিশ সূত্রে জানা যায়, ৬ জুন দিবাগত রাত দুইটার দিকে রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের সাপমারা রেলক্রসিং পার হওয়ার সময় পুলিশের টহলরত প্রাইভেট কারকে ধাক্কা দেয় চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গিয়ে আহত হন রায়পুরা থানার এসআই মনোয়ার হোসেন, শাহীন মিয়া ও কনস্টেবল সালাহ উদ্দিন। আহত এই তিনজনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাহীন মিয়া ও সালাহ উদ্দিন চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। কিন্তু মনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের পরামর্শে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। এখানে দুদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মনোয়ার মারা যান।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক বলেন, কর্মজীবনে মনোয়ার হোসেন এর আগে ডিএমপি, রাঙামাটি, নাটোর, পাবনা, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। পুলিশের দক্ষ এই কর্মকর্তার মৃত্যুতে নরসিংদী জেলা পুলিশ গভীরভাবে শোকাহত।