নরসিংদীতে নতুন করে ৯ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস পরীক্ষা
প্রতীকী ছবি

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিতের মোট সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬০৪। আজ বুধবার দুপুরে প্রথম আলোর কাছে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার ৭৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। গতকাল মঙ্গলবার রাতে হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। তাঁদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৬ জন এবং পলাশ, রায়পুরা ও মনোহরদী উপজেলার ১ জন করে রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, গতকাল পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৪ হাজার ৫২৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজিটিভ শনাক্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ১ হাজার ৫২০ জন, শিবপুরে ২৬৬, পলাশে ৩০২, মনোহরদীতে ১৮৫, বেলাবতে ১৫২ ও রায়পুরায় ১৭৯ জন। বর্তমানে করোনায় সংক্রমিত ১৬ জন রোগী কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে এবং ৯৭ জন হোম আইসোলেশনে আছেন।

জেলায় কোভিড পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৬ জন মারা গেছেন। তাঁদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ২৭ জন, বেলাব উপজেলা ও রায়পুরা উপজেলায় রয়েছেন ৬ জন করে, মনোহরদী উপজেলা ও পলাশ উপজেলায় রয়েছেন ২ জন করে এবং শিবপুর উপজেলায় রয়েছেন ৩ জন।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম বলেন, আক্রান্ত হওয়ার পর জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৫০৯ জন। এ পর্যন্ত আক্রান্তের হিসাবে সুস্থতার হার ৯৬ দশমিক ৩৭ শতাংশ। তবে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে হলে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি ঠিকঠাক মেনে চলতে হবে।