নরসিংদীতে প্রাইভেটকারকে রক্ষা করতে গিয়ে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদীতে ওভারটেক করা একটি প্রাইভেটকারকে রক্ষা করতে গিয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুর রব (৫৯)। তিনি সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল মোবারকা নামের দুর্ঘটনাকবলিত বাসটির চালক ছিলেন। আবদুর রব নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব এলাকার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সিলেট থেকে ছেড়ে আসা আল মোবারকা নামের বাসটি রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকটি ভৈরবের দিকে যাচ্ছিল। ভোর পাঁচটার দিকে ওই বাস-ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকা অতিক্রম করছিল। এ সময় বাসের পেছনে থাকা একটি প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ওই ট্রাকের সামনে পড়ে যায়। এ সময় প্রাইভেটকারটি বাঁচাতে গিয়ে ট্রাকটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বাসচালক আবদুর রহমান নিহত হন।

এ সময় উপস্থিত লোকজন এগিয়ে এসে আহত ট্রাকচালককে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালটিতে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ওই বাস-ট্রাক জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায় হাইওয়ে পুলিশ।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার বলেন, ‘ওভারটেক করতে যাওয়া একটি প্রাইভেটকারকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসচালক নিহত ও ট্রাকচালক আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’