নরসিংদীতে মেয়র পদে আ.লীগের প্রার্থী বদল

আমজাদ হোসেন ও আশরাফ হোসেন
ফাইল ছবি

নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন আশরাফ হোসেন সরকার। পরে দলীয় সিদ্ধান্তে তাঁর বদলে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে আমজাদ হোসেন বাচ্চুকে। আজ শুক্রবার সকালে বিষয়টি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন।

নরসিংদী পৌরসভার মেয়র পদে প্রার্থিতার বিষয়ে তাঁরা দুজনই অনেকটা আলোচনার বাইরে ছিলেন। তবে প্রার্থিতা পরিবর্তনের বিষয়টি বৃহস্পতিবার রাত থেকে ব্যাপক আলোচনায় আছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকও সরগরম করে তুলেছেন কেউ কেউ।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া আমজাদ হোসেন নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বর্তমান পৌর মেয়র কামরুজ্জামানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্যদিকে আশরাফ হোসেন সরকার নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল মতিন সরকারের ছোট ভাই ও শহর যুবলীগের সাবেক সভাপতি। তিনি নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, বুধবার রাতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় আশরাফ হোসেন সরকারকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় প্রার্থিতা বদলের জন্য দিনভর দলটির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত এক চিঠিতে আশরাফ হোসেন সরকারকে পরিবর্তন করে আমজাদ হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আশরাফ হোসেন সরকারকে দলের মনোনয়ন প্রদান করা হয়েছিল। পরে ওই মনোনয়ন বাতিল করে আমজাদ হোসেনকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়। ওই চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে নরসিংদী পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাকে।

দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নরসিংদীতে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা মূলত দুই ভাগে বিভক্ত। একপক্ষের নেতৃত্বে আছেন সদর আসনের সাংসদ মোহাম্মদ নজরুল ইসলাম। অন্যপক্ষের নেতৃত্বে জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া ও পৌর মেয়র কামরুজ্জামান। গত জাতীয় নির্বাচনের পর থেকে এই দুই পক্ষই নিজেদের নেতা-কর্মীদের নিয়ে আলাদা আয়োজনে জাতীয় অনুষ্ঠান ও দলীয় কর্মসূচি পালন করে আসছে। এই দ্বন্দ্বের কারণে জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে মোহাম্মদ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদ থেকে আবদুল মতিন ভূঁইয়াকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে জেলা আওয়ামী লীগের সহসভাপতি জি এম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মো. আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এবারের পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে সেই বিভাজন আরও তীব্র হয়ে উঠেছে। এবার দলীয় মনোনয়ন পাননি বর্তমান পৌর মেয়র কামরুজ্জামান।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নরসিংদী পৌরসভার নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৬ জানুয়ারি পর্যন্ত।