নলকূপ নষ্ট, পানির সংকট

লোকজন সুপেয় পানির সংকটে পড়েছে। নারীদের দূর থেকে খাওয়ার পানি সংগ্রহ করতে হচ্ছে

পটুয়াখালী জেলার মানচিত্র

পটুয়াখালীর কুয়াকাটা সাগরপারে জেলেপল্লির নলকূপটিতে পানি উঠছে না। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ার ও জলোচ্ছ্বাসে পানিতে নলকূপটি ডুবে যায়। লোনাপানি ঢোকে পাইপের ভেতর। প্রায় দুই সপ্তাহ অকেজো অবস্থায় পড়ে আছে নলকূপটি। এতে ওই পল্লির বাসিন্দারা সুপেয় পানির সংকটে পড়েছেন।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উঁচু জোয়ারের পানিতে পটুয়াখালী জেলার ৮৬৫টি নলকূপ অকেজো হয়ে পড়েছে। এর মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৭১৫টি নলকূপ রয়েছে। বাকি ১৫০টি পৌরসভা, এনজিও, জেলা পরিষদ ও ব্যক্তিমালিকানার নলকূপ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পটুয়াখালী কার্যালয় জানায়, গত মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর প্রভাবে গত ২৫, ২৬ ও ২৭ মে তিন দিনের উঁচু জোয়ারে জেলার ২৩২টি গ্রাম প্লাবিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৭১৫টি গভীর নলকূপ অকেজো হয়েছে। এর মধ্যে ১২১টি নলকূপ পুরোপুরি এবং ৫৯৪টি আংশিক ক্ষতি হয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকায় সুপেয় পানির অভাব দেখা দিয়েছে।

গত বুধবার কুয়াকাটা সাগরপারের জেলেপল্লিতে গিয়ে দেখা যায়, সেখানকার একমাত্র নলকূপটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। গৃহবধূ হালিমা বেগম বলেন, এই পল্লির ২৫টি পরিবারের শতাধিক লোকের জন্য এ নলকূপটি ছিল একমাত্র সুপেয় পানির উৎস। নলকূপটি অকেজো হয়ে পড়েছে। এখানকার নারীদের আধা কিলোমিটার দূর থেকে খাওয়ার পানি সংগ্রহ করতে হচ্ছে।

ওই পল্লির আরেক বাসিন্দা সখিনা বিবি বলেন, ‘বইন্যার পর এখন মোগো বড় সমস্যা খাবার পানি। এই কলডা দিয়া ঘরের কাজের পাশাপাশি খাওনও হইতো। কিন্তু লোনাপানি ঢুইকা কলডাই নষ্ট হইয়া গেছে।’

জেলেপল্লির বাসিন্দা সুমন শেখ বলেন, পানির ঝাপটায় নলকূপের হাতল খুলে গিয়ে পাইপের মধ্যে লবণপানি ঢুকে গেছে। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের পর এই এলাকায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছিল। ওই সময় সেখানে ৫টি নলকূপ বসানো হয়েছিল। কিন্তু অনেক আগেই সেই নলকূপগুলো অকেজো হয়ে গেছে। এই জলোচ্ছ্বাসে তাদের নলকূপটিও অকেজো হয়েছে। এখন তাদের সুপেয় পানির সংকট।

কলাপাড়ার লালুয়া ইউপির চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস বলেন, রাবনাবাদ নদীর তীরের সাত কিলোমিটার বেড়িবাঁধ আগে থেকেই বিধ্বস্ত ছিল। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উঁচু জলোচ্ছ্বাসে ইউনিয়নের ১১টি গ্রাম পুরোপুরি প্লাবিত হয়। পানি নেমে গেলেও এলাকায় অনেক গভীর নলকূপ অকেজো হয়ে আছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী ফায়েজ আহমেদ বলেন, জেলায় সবচেয়ে বেশি নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে বাউফল উপজেলায় ৩০৫টি। এ ছাড়া কলাপাড়া উপজেলায় ২৪১টি, রাঙ্গাবালী উপজেলায় ৬৭টি, সদর উপজেলায় ৪৫টি, গলাচিপা উপজেলায় ৩৪টি, দশমিনায় ১৫টি ও মির্জাগঞ্জে আটটি নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়েজ আহমেদ আরও বলেন, মূলত বাঁধের বাইরের নলকূপগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। আবার অনেক নলকূপ রয়েছে, যেগুলোতে লবণ ঢুকেছে। নলকূপগুলো থেকে লবণপানি সরিয়ে ফেলার কার্যক্রম শুরু করা হবে। এ ছাড়া অকেজো সব নলকূপ দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।