নলছিটিতে খেয়া পারাপারে দ্বিগুণ ভাড়া আদায়, ইজারাদারকে জরিমানা

ঝালকাঠির নলছিটি উপজেলায় দপদপিয়া ফেরিঘাটে খেয়া পারাপারে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগে ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় এ অর্থদণ্ড দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন।  

যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঘাটের ইজারাদার মো. মিরাজ হাওলাদারকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। এ সময় ইজারাদার ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া না নেওয়ার মুচলেকা দেন এবং জরিমানার অর্থ পরিশোধ করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন বলেন, ঘাট কর্তৃপক্ষকে এর আগেও সতর্ক করা হয়েছিল। তারা নিজেদের সংশোধন না করায় জরিমানা করা হয়েছে। এরপরও পরিবর্তন না এলে আরও কঠোর জেল ও জরিমানা হতে পারে।

ভুক্তভোগী কয়েকজন যাত্রী অভিযোগ করেন, খেয়া পারাপারের জন্য আগে জনপ্রতি ৫ টাকা এবং মোটরসাইকেলপ্রতি ৪০ টাকা করে আদায় করা হতো। এখন করোনাভাইরাস পরিস্থিতির অজুহাত দেখিয়ে যাত্রীদের কাছ থেকে ১০–২০ টাকা পর্যন্ত আদায় করা হয় এবং মোটরসাইকেল থেকে খেয়ালখুশিমতো ভাড়া আদায় করা হচ্ছিল।