নাইক্ষ্যংছড়িতে বেইলি সেতু ধসে যান চলাচল বন্ধ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া-বাইশারি-দোছড়ি সড়কের ১১ বিজিবির সদর দপ্তর এলাকার বেইলি সেতু ধসে পড়েছে। মঙ্গলবার সকালে তোলাছবি: প্রথম আলো

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া-বাইশারী-দোছড়ি সড়কে একটি বেইলি সেতু ধসে পড়েছে। আজ মঙ্গলবার ভোরে অতিরিক্ত মালবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় ১১ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরসংলগ্ন এলাকার ওই সেতু ধসে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষ।

স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজার থেকে অতিরিক্ত মালবোঝাই একটি ট্রাক নাইক্ষ্যংছড়ি হয়ে কক্সবাজার যাওয়ার সময় সেতুতে ওঠে। তখন অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ধসে পড়ে। তবে ট্রাকের চালক ও সহকারী কোনো রকম প্রাণে রক্ষা পেয়েছেন। সেতু ভেঙে পড়ার পর নাইক্ষ্যংছড়ি সদরের সঙ্গে রামুর গর্জনিয়া, নাইক্ষ্যংছড়ির বাইশারী ও দোছড়ি ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে সেতুর এপার–ওপারে যানবাহন চালু রেখে মানুষ যাতায়াত করছে। এতে শত শত মানুষ ভোগান্তিতে পড়েছে।

সেতুর ওপর দিয়ে পাঁচ টনের অধিক ভারী যানবাহন চলাচল না করার নির্দেশ থাকলেও তা মানা হয়নি। সেতুর ওপর দিয়ে ১৫-২০ টনের গাছ, পাথর ও অন্যান্য মালবাহী যানবাহন চলাচল করে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলীরা জানিয়েছেন, বেইলি সেতুটি ১৯৮৭ সালে নির্মাণ করা হয়েছিল। এটি ২০১৪ সালের ২৪ জুলাই একবার ধসে পড়ে গিয়েছিল। তখনো বেশ কয়েক দিন ধরে যোগাযোগ বন্ধ ছিল। সেতুর ওপর দিয়ে পাঁচ টনের অধিক ভারী যানবাহন চলাচল না করার নির্দেশ থাকলেও তা মানা হয়নি। সেতুর ওপর দিয়ে ১৫-২০ টনের গাছ, পাথর ও অন্যান্য মালবাহী যানবাহন চলাচল করে। গতকালও ধারণক্ষমতার অতিরিক্ত একটি ট্রাক যাওয়ার সময় সেতুটির ধসে পড়ে যায়।

এ বিষয়ে সওজের বান্দরবান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুসলে উদ্দিন বলেন, সেতুটি মেরামত করার জন্য সওজ থেকে একদল কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেতুটির দৈর্ঘ্য ২১ মিটার। মেরামত করতে কয়েক দিন সময় লাগতে পারে।