নাচোলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ২

চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা সিআইডি কার্যালয়ে
প্রথম আলো

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে চাপাইনবাবগঞ্জের নাচোলের ৬ জনের কাছ থেকে ৩৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) আফজাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গাইবান্ধার দক্ষিণ ধানঘড়া এলাকার আবজাল খান (৫০) ও তাঁর সহযোগী মানিকগঞ্জ জেলার দক্ষিণ শিবালয় এলাকার আবদুস সাত্তার (৩০)। তাঁদের মধ্যে আবজাল নিজেকে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয় দিতেন।

আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (এএসপি) আফজাল হোসেন জানান, আবজাল খান নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। ২০১৯ সালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৬ জনকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে ৩৮ লাখ টাকা নেন আবজালের নেতৃত্বাধীন প্রতারক চক্রের সদস্যরা।

এ ঘটনায় ওই বছরের ৯ জুন নাচোল থানায় সিরাজুল ইসলাম নামের একজন বাদী হয়ে মামলা করেন। মামলাটির দায়িত্ব পাওয়ার পর সিআইডি তদন্ত এবং ওই প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চালান। একপর্যায়ে গতকাল বিকেলে মানিকগঞ্জ জেলার দক্ষিণ শিবালয় এলাকা থেকে ওই চক্রের প্রধান আবজাল খান ও তাঁর সহযোগী আবদুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় এর আগেও আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।